‘আগুন নাশকতা কি না জানা যাবে তদন্তের পর’

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ সচিবালয়ে আগুনের ঘটনা নিছক দুর্ঘটনা নাকি নাশকতা তা তদন্তের পরই জানা যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, আগুনের ঘটনা তদন্তে দ্রুত সময়ের মধ্যে একটি কমিটি গঠন করা হবে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সচিবালয় পরিদর্শনের আগে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, ভবনের ছয়তলায় আগুনের সূত্রপাত ঘটে। যা পরে সাত ও আটতলায় আগুন ছড়িয়েছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। পরিদর্শন শেষে এ বিষয়ে ধারণা করা যাবে। এ ঘটনায় ৯ থেকে ১১ সদস্য বিশিষ্ট উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে।

অগ্নিকাণ্ডের ঘটনা কোনো নাশকতা কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, ‘তদন্ত কমিটি গঠনের পর বিস্তারিত জানা যাবে’। এছাড়া এ ঘটনায় একজন ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে উল্লেখ করে তিনি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

You might also like

Comments are closed.