আগামী নির্বাচন সুষ্ঠু করতে পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ: প্রধান উপদেষ্টা
আগামী নির্বাচন সুষ্ঠু করতে পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার সকালে রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। অবৈধ আদেশ পালন করতে গিয়ে জনরোষের শিকার হয়েছে এই বাহিনী। যার মাশুল দিতে হয়েছে অনেক সৎ অফিসারকেও।
নির্বাচনের বছরটি খুব কঠিন, পরাজিত শক্তি যাতে দেশ অস্থিতিশীল করতে না পারে সেজন্য পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু করতে পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ এবং ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারে সে পরিবেশ নিশ্চিত করতে হবে।
প্রধান উপদেষ্টা বলেন, নিরাপত্তার দিক দিয়ে দেশ অনেক দূর এগিয়েছে। এখন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত হলেই দেশ আরও এগিয়ে যাবে। নারীর প্রতি সহিংসতা রোধে সর্বোচ্চ সংবেদনশীলতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

Comments are closed.