আগামীর নেতৃত্ব থাকবে তরুণ প্রজন্মের হাতে: সারজিস আলম

জাতীয় ও স্থানীয় পর্যায়সহ সর্বস্তরের নেতৃত্বে তরুণ-তরুণীদের এগিয়ে আসতে আগামী সংসদ নির্বাচনসহ বিভিন্ন নির্বাচনে তাদেরকে প্রার্থী হওয়ার করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যার পর ভোলার চরফ্যাশন উপজেলা শহরের টিবি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এক পথসভায় উপস্থিত স্থানীয় তরুণদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

সারাজিস আলম বলেন, ‘আগামীর যে বিভিন্ন রকমের প্রতিনিধি নির্বাচন হবে, এর প্রতিটিতে যাদের বয়স ২৫ থেকে ৩৫ বছর এরকম সকল তরুণ দাঁড়িয়ে যাবেন। যারা আমাদের সিনিয়র আছেন, আমরা তাদের পরামর্শ শুনবো, তাদের অভিজ্ঞতা নেব।কিন্তু নেতৃত্ব থাকবে তরুণ প্রজন্মের হাতে।’

সারজিস আলম আরও বলেন, ‘আপনারা একটা কথা মনে রাখবেন, আপনারা যদি একশো জন রাস্তায় থাকেন তাহলে এক হাজার জনকে প্রতিহত করতে পারবেন। আমরা খুব শিগগিরই ভোলা জেলায় একটি মহাসমাবেশ ডাকবো।’

এর আগে এদিন সন্ধ্যার দিকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে চরফ্যাশন উপজেলার শহীদ পরিবারের খোঁজখবর নিয়ে ‘জুলাইয়ের প্রেরণা, দিতে হবে ঘোষণা’-স্লোগানে সাতটি বিষয় ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করার দাবিতে চরফ্যাশন উপজেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্থানীয় জন-সাধারণের কাছে লিফলেট বিতরণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা।

শুক্রবার সকাল থেকে শুরু করে ভোলা জেলা শহরসহ ভোলার বিভিন্ন উপজেলার শহীদ পরিবারের খোঁজখবর নেয়াসহ জেলা শহরেও লিফলেট বিতরণ সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

এসময় জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, সদস্য আরিফুল রহমান তুহিন, আব্দুল আল মামুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক এম এ নাঈম, সহ-সমন্বয়ক রাসেল মাহমুদসহ চরফ্যাশন উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.