আগামীকাল থেকে সারা দেশে সেনা মোতায়েন
করোনা সংক্রমণ ঠেকাতে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে সহযোগিতায় সারা দেশে সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে মঙ্গলবার থেকে।
আজ মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে সেনা সদস্যরা কাজ করবেন। সরকারের উচ্চ পর্যায় থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। করোনা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষকে সরকারের তরফে সহযোগিতার নির্দেশ দেয়া হয়েছে।

Comments are closed.