আগানগরে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

জাতীর জনকের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচী পালনের অংশ হিসেবে আজ ২৮ আগষ্ট শনিবার দক্ষিণ কেরাণীগঞ্জের পূর্বআগানগর ও নামাপাড়া এলাকায় মিলাদ মাহফিল দোয়া মোনাজাত ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল,আলু ও লবন বিতরন করা হয়েছে। আয়োজন করা হয়েছে দরিদ্র ভোজনেরও।

আগানগর ইউনিয়নের ৪ ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ এ খাদ্য সামগ্রী বিতরন ও দরিদ্রভোজের আয়োজন করেন। ৪নং ওয়ার্ড আ’লীগ সাধারন সম্পাদক মো.রুস্তুম আলীর নেতৃত্বে আয়োজিত এ দরিদ্র ভোজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতি মন্ত্রীর একান্ত সহকারি সচিব ম.ই মামুন।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসরারুল হাসান আশু, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মীর আসাদ হোসেন টিটু, আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক রুবেল ও দেলোয়ার হোসেন দিলু,কৃষক লীগ নেতা মো.আরিফ হোসেন,আমীর হামজা, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো.আবুল কাশেম, সাবেক সাধারন সম্পাদক মো.আকবর হোসেন,মো.বোরহান, মো.পারভেজ, আগানগর ইউনিয়ন কৃষকলীগ সভাপতি তানভীর ইসলাম খোকন,সাধারন সম্পাদক বাবু চৌধুরী প্রমুখ।

এর আগে পূর্ব আগানগরস্থ প্রজাপতি কনভেনশন সেন্টারের সামনে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরনের আয়োজন করেন আগানগর ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠন।

৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আসলাম তালুকদারের নেতৃত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতি মন্ত্রীর একান্ত সহকারি সচিব ম.ই মামুন। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসরারুল হাসান আশু, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মীর আসাদ হোসেন টিটু, আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক রুবেল ও দেলোয়ার হোসেন দিলু, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডালিম হোসেন, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা কৃষক লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো.নজরুল ইসলাম খান,কৃষক লীগ নেতা মো.আরিফ হোসেন,আমীর হামজা, মো.রানা,মো.মনির হোসেন প্রমুখ।

এসময় স্থানীয় আড়াইশতাধিক দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে ৫ কেজি চাল,১কেজি ডাল,২কেজি আলু ও ১ কেজি করে লবন প্রদান করা হয়।

You might also like

Leave A Reply

Your email address will not be published.