আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়ালো ভারতে

প্রথম শনাক্তের চার মাস পরে ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে গত ৩ দিনেই ১০ হাজার জন শনাক্ত হয়।

বুধবার রাতে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডও মিটারসের তথ্যে দেখা যায়, ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৩৪০ জন। আর এতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ১৭৬৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৪ হাজার ৯৯১ জন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, কেরালায় প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার চার মাস পরে দেশটি করোনায় আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়ায়।

গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে। সেখানে মোট শনাক্তের সংখ্যা ১৬ হাজার ৭৫৮ জন। এর মধ্যে বুধবারই ১ হাজার ২৩৩ জন শনাক্ত হয়েছে। এর পরেই করোনায় আক্রান্তের সংখ্যা মুম্বাইতে। সেখানে এখন পর্যন্ত মোট শনাক্ত ১০ হাজার ৭১৪ জন।

You might also like

Comments are closed.