‘আক্রান্তের সংখ্যায় আমরা শীর্ষে, কারণ বেশি পরীক্ষা করছি আমরা’
কোভিড-১৯ মহামারীতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রের আশপাশেও নেই কোনো দেশ। আর এ বিষয়টিকেই যুক্তরাষ্ট্রের জন্য সম্মানের বিষয় হিসেবে দেখছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
করোনাভারাস প্রাদুর্ভাব শুরু হওয়ার পর মঙ্গলবার মন্ত্রিসভার প্রথম বৈঠক চলাকালে এ কথা বলেন ট্রাম্প।খবর বিবিসির।
হোয়াইট হাউসের ইস্ট রুমে অনুষ্ঠিত ওই বৈঠক চলাকালে সাংবাদিকদের ট্রাম্প বলেন, প্রসঙ্গক্রমে যখন আপনারা বলেন, আক্রান্তের সংখ্যায় আমরা শীর্ষে আছি, এর কারণ হল, অন্য যে কারো চেয়ে বেশি পরীক্ষা করছি আমরা।
‘আমি এটাকে নিশ্চিত সম্মানের বিষয় হিসেবে দেখি, ভালো ব্যাপার হিসেবে দেখি। কারণ এটা দিয়ে বোঝায়, আমাদের টেস্টিং কতটা ভালো।’
তিনি যোগ করেন, যাই হোক, আপনারা যখন জিজ্ঞেস করেন আমরা আক্রান্তের তালিকায় শীর্ষে। এর কারণ হলো- আমরা যে কারোর চেয়ে অনেক বেশি টেস্ট করছি। তাই আমাদের অনেক বেশি আক্রান্ত। আমি এটাকে খারাপ হিসেবে দেখি না।
‘আমি তো মনে করি, এটা সম্মানের একটা ব্যাজ। সত্যি, এটা সম্মানের একটা ব্যাজ। এটা ব্যাপক হারে টেস্টিংয়ের প্রতি অনেক প্রশংসা। আমাদের অগণিত পেশাদারি যারা এসব কাজ করেছে তাদের প্রতি প্রশংসা।’