আকবর আলি খান, নাগরিক পরিসরে বিবেকের কন্ঠস্বর

ড. হোসেন জিল্লুর রহমান

ডঃ আকবর আলি খান এখন অন্যলোকে। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন। গভীর শোক ও শ্রদ্ধা জানাচ্ছি। নিজ গুণে তিনি এক অনন্য ব্যক্তিত্বে উপনীত হয়েছিলেন। নির্ভীক, নিষ্ঠাবান ও জন কল্যাণে মনযোগী আমলা। পরিশ্রমী গবেষক ও সফল লেখক। নাগরিক পরিসরে বিবেকের কন্ঠস্বর । আজকের বাংলাদেশে যেখানে রোল মডেলের হাহাকার, সেখানে ডঃ আকবর আলি খান এক অনন্য ব্যতিক্রম। পরলোকে তাঁর চির শান্তি কামনা করছি।

লেখকঃ অর্থনীতিবিদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা।

You might also like

Comments are closed.