আউটল্যান্ডারের নতুন সংস্করণ আনল মিতসুবিশি

অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য জনপ্রিয় ‘আউটল্যান্ডার’ ক্রসওভারের নতুন সংস্করণ এনেছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মিতসুবিশি। ‘২০২৫ আউটল্যান্ডার ট্রেইল এডিশন’ নামের নতুন মডেলটি মূলত অফ-রোড সংস্করণ। এর দাম শুরু হয়েছে ৪০ হাজার ৮৯০ ডলার থেকে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৯ লাখ ৮৬ হাজার টাকা।

ট্রেইল এডিশনের বাহ্যিক নকশায় পরিবর্তন আনা হয়েছে। এতে রয়েছে কালো রঙের ব্যাজ, সাইড ট্রিম, ডোর হ্যান্ডল ও সাইড মিরর ক্যাপ। নতুনভাবে যুক্ত হয়েছে ১৮ ইঞ্চির কালো অ্যালয় হুইল। বাম্পারের কোণায় ও দরজার নিচে রয়েছে অতিরিক্ত সুরক্ষা ট্রিম। সব মিলিয়ে গাড়িটি দেখতে আগের চেয়ে অনেক বেশি স্টাইলিশ মনে হবে। গাড়ির ভেতরের অংশে রয়েছে সব ধরনের আবহাওয়ার উপযোগী ফ্লোর ম্যাট।

তবে অফ-রোডিংয়ের জন্য সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলো স্ট্যান্ডার্ড মডেলের সঙ্গে পাওয়া যাবে না। থুলে ক্যাপরক রুফ র‍্যাক ও ২৩৫/৬০R–১৮ কুপার ডিসকভারার অল-টেরেইন টায়ারের মতো ফিচারগুলো ডিলারের কাছ থেকে ইনস্টল করতে হবে। এর জন্য অতিরিক্ত অর্থ খরচ হবে।

আউটল্যান্ডারের ‘এসই এস-এডব্লিউসি’ মডেলের ওপর ভিত্তি করে এই সংস্করণ তৈরি করা হয়েছে। এতে রয়েছে ২.৫ লিটারের ফোর-সিলিন্ডার ইঞ্জিন, যা ১৮১ হর্সপাওয়ার ও ১৮১ পাউন্ড-ফিট টর্ক উৎপাদন করতে পারে। সিভিটি গিয়ারবক্সের সঙ্গে এতে মিতসুবিশির সুপার-অল হুইল কন্ট্রোল অল-হুইল-ড্রাইভ সিস্টেম ব্যবহার করা হয়েছে।

এ নতুন সংস্করণের দাম এসই এস-এডব্লিউসি মডেলের চেয়ে ৪ হাজার ১০০ ডলার এবং আউটল্যান্ডারের বেস মডেল ‘ইএস’-এর চেয়ে ৯ হাজার ৩০০ ডলার বেশি হবে।

মিতসুবিশি প্রথমবারের মতো আউটল্যান্ডার লাইনআপে অফ-রোড ট্রিম যুক্ত করল। যারা শহরের বাইরে একটু রুক্ষ পথে গাড়ি চালাতে পছন্দ করেন, তাদের জন্য এটি হতে পারে একটি উপযুক্ত সংযোজন।

You might also like

Comments are closed.