‘আই লাভ মোহাম্মদ’ প্রচারণা ইস্যুতে ভারতে গ্রেপ্তার ৮১

‘আই লাভ মোহাম্মদ’ প্রচারণা ইস্যুতে ভারতের উত্তরপ্রদেশে অন্তত ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও শতাধিক ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। হয়েছে ১০টি এফআইআরও।

ঘটনার সূত্রপাত গত মাসের শুরুতে। ঈদে মিলাদুন্নবীর মিছিলের সময় ‘আই লাভ মোহাম্মদ’ লেখা ব্যানার টানানোর অভিযোগে ২৪ জনের বিরুদ্ধে এফআইআর করে পুলিশ। এর প্রতিবাদে ২৬ সেপ্টেম্বর জুমার নামাজ শেষে বেয়ারিলির একটি মসজিদে বিক্ষোভের ডাক দেন স্থানীয় আলেম তৌকির রাজা খান। তবে শেষ মুহূর্তে সেটি স্থগিত করা হয়।

এতে বিক্ষুব্ধ জনতা তার বাসভবনের সামনে ব্যানার হাতে স্লোগান দেয়। পুলিশ লাঠিচার্জ করলে পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। পাল্টা ইট-পাটকেল ছোড়ে বিক্ষোভকারীরা। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তৌকির রাজা খান ও তার কয়েকজন সহযোগীকেও।

You might also like

Comments are closed.