‘আই লাভ ইউ’ শুনতে ভালো লাগে না

‘আই লাভ ইউ’ কথাটা বেশ বিরক্তিকর মনে হয় সাদিয়া আয়মানের কাছে। এটা শুনতে একদমই ভালো লাগে না এই অভিনেত্রীর কাছে। সম্প্রতি এক এক সাক্ষাৎকারে ব্যক্তিজীবন ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন সাদিয়া আয়মান।

এ সময় অভিনেত্রী বলেন, “পছন্দের ব্যাপারটা সুন্দর করে বলাটা জরুরি।

যদি কেউ সরাসরি প্রপোজ করে বলে ‘আই লাভ ইউ’, আমার ওটা ভালো লাগে না।” 

No photo description available.

সাদিয়ার ভাষ্যে, যদি এমন হয় যে, ‘আমি পছন্দ করি, আমার একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে, যেমন বিয়ে করব। ও রকম হলে ঠিকঠাক আছে। কিন্তু গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড ব্যাপারটাই ভালো লাগে না।

’এর বাইরে কাজ নিয়েও কথা বলেন তিনি। অভিনয় প্রসঙ্গে সাদিয়ার মত, ‘একজন অভিনেত্রীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো টিকে থাকা এবং ধারাবাহিকভাবে ভালো কাজ করা।’

You might also like

Comments are closed.