আইসিসি ফাইনালে সর্বোচ্চ উইকেট শিকারি এখন স্টার্ক

লর্ডসের ঐতিহাসিক মঞ্চে বুধবার আরও একটি মাইলফলক ছুঁয়ে ফেললেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল হাতে নেমেই তিনি গড়লেন নতুন ইতিহাস। আইসিসির বিভিন্ন টুর্নামেন্টের ফাইনালে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠে এসেছেন এই বাঁহাতি গতির জাদুকর।

ফাইনালের প্রথম দিনেই স্টার্ক তুলে নেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট।

এর মধ্য দিয়ে আইসিসি ফাইনাল ম্যাচে তার মোট উইকেট সংখ্যা দাঁড়ায় ১১টি, ফলে তিনি পেছনে ফেলেছেন ভারতের মোহাম্মদ শামির ১০ উইকেটের রেকর্ডকে। এখন পর্যন্ত পাঁচটি আইসিসি ফাইনালে স্টার্কের বোলিং গড় ২৬.৬৩ এবং ইকোনমি রেট ৫.১৭। ২০২৩ বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে ৫৫ রানে ৩ উইকেট ছিল তার সেরা ফাইনাল পারফরম্যান্স।
অন্যদিকে, ভারতের শামি চারটি ফাইনালে ১০টি উইকেট নিয়ে এখন দ্বিতীয় স্থানে।

তার গড় ৩৮.৯০ এবং ইকোনমি রেট ৩.৯৫। সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ২০২১ সালের ডব্লিউটিসি ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৬ রানে ৪ উইকেট শিকার।
প্রথম দিনের খেলায় ব্যাটসম্যানদের জন্য দিনটি ছিল এক দুঃস্বপ্নের। উভয় দলের বোলাররা আধিপত্য বিস্তার করেন।

দিনের শেষে দুই দলের মিলে পড়ে যায়মাত্র ২৫৫ রানেই ১৪টি উইকেট।
অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ২১২ রানে অলআউট হয়ে যায়। কাগিসো রাবাদা ৫ উইকেট এবং মার্কো ইয়ানসেন নেন ৩ উইকেট। জবাবে দক্ষিণ আফ্রিকাও ব্যাট হাতে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে। স্টার্ক, কামিন্স এবং হ্যাজলউডের ত্রিমুখী আগুনে বোলিংয়ে তারা ৪৩ রানেই হারায় ৪টি উইকেট।

You might also like

Comments are closed.