রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি পদে গত ৪ মাসে ৪ বার পরিবর্তন করায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে অভিভাবক ঐক্য ফোরাম।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকদের সংগঠন অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
এতে তারা বলেন, ঢাকা মহানগরীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ মানসম্মত ও অন্যতম দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠান। পরীক্ষার ফলাফলে এ দুটি শিক্ষাপ্রতিষ্ঠান এগিয়ে থাকে। বারে বারে সভাপতি পদে পরিবর্তন ও পদায়নে প্রশাসনিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষক কর্মচারীগণ সময়মত তাদের বেতন ভাতা উত্তোলন করতে পারেন না। ফলে তারা নানাবিধ অসুবিধায় পড়ে মানবতার জীবন-যাপন করেন। অভিভাবকরাও শিক্ষা কার্যক্রম ও পরিচালনা ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন থাকেন।
আশাবাদ ব্যক্ত করে তারা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দেশসেরা এই দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি পদে সব ধরনের রাজনীতিমুক্ত ও সর্ব মহলের গ্রহণযোগ্য ব্যক্তিত্বকে নিযুক্ত করবেন —এটাই অভিভাবকদের প্রত্যাশা।