আইএমএফের কাছে ৭০ কোটি ডলার চাইলো বাংলাদেশ

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে জরুরি সহায়তা হিসেবে ৭০ কোটি ডলার চেয়েছে বাংলাদেশ।

শুক্রবার নিক্কেই এশিয়ান রিভিউয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় গত ৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭২ হাজার কোটি ৭৫০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেন। এরপরই আইএমএফের কাছে জরুরি সহায়তা চাওয়ার খবর পাওয়া গেল।

ঢাকায় আইএমএফের প্রতিনিধি র্যাগনার গুডমান্ডসন বলেছেন, বাংলাদেশ সরকার যে সহায়তা চেয়েছে, সেটি আমরা পর্যালোচনা করে দেখছি।

তিনি বলেন, জরুরি এই সহায়তার অর্থ হলো- অর্থনীতিকে সচল রাখা, ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর দুর্ভোগ কমানো এবং সামাজিক স্থিতিশীলতা ধরে রাখা।

You might also like

Leave A Reply

Your email address will not be published.