অ্যামাজনে চাকরি হারাতে পারেন ৩০ হাজার কর্মী
একযোগে ৩০ হাজার কর্মী ছাঁটাই করতে পারে বিশ্বখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। কোভিড মহামারীর সময় নিয়োগকৃত বিপুল সংখ্যক কর্মী এখন প্রয়োজনের অতিরিক্ত হিসেবে বিবেচনা করছে কোম্পানিটি। এখন খরচ কমাতে ছাঁটাইয়ের পথে হাঁটছে তারা।
প্রতিষ্ঠানটির প্রায় ৩ লাখ ৫০ হাজার কর্পোরেট কর্মীর ১০ শতাংশ হারাচ্ছে চাকরি। কর্মক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা কমানোর লক্ষ্যে চাকরিচ্যুতদের তালিকায় আছেন ম্যানেজার পদের একটি বড় অংশ।
আজ থেকেই শুরু হচ্ছে বিশাল এ ছাঁটাই কার্যক্রম। গেলো ২ বছর ধরেই বিভিন্ন বিভাগে কর্মী ছাঁটাই করে আসছে অ্যামাজন। এর আগে, গত জুনে, প্রতিষ্ঠানটির দৈনন্দিন গতানুগতিক বেশকিছু কাজ ধীরে ধীরে কৃত্রিম বুদ্ধিমত্তার আওতায় নেয়ার ইঙ্গিত দেন অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসি।

Comments are closed.