অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজে সেঞ্চুরির বিশ্বরেকর্ড
ইংল্যান্ড ও ভারতের মধ্যকার চলমান পাঁচ ম্যাচের অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি সিরিজটি টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করল। এই সিরিজে এখন পর্যন্ত মোট ২১টি ব্যক্তিগত শতক তুলেছে দুই দলের ব্যাটসম্যানরা, যা ১৯৫৫ সালে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ৫ ম্যাচ সিরিজে গড়া সর্বোচ্চ শতকের রেকর্ডের সমান।
ভারতের তরুণ অধিনায়ক শুবমান গিল এই সিরিজে চমক দেখিয়ে চারটি শতক করেছেন। তার পেছনে থাকা ইংল্যান্ডের জো রুট তিনটি শতক করেন।
এ ছাড়া কে এল রাহুল, হ্যারি ব্রুক, ঋশভ পন্ত এবং যশস্বী জয়সওয়াল দুইটি করে শতক করেছেন। অন্যদিকে বেন ডাকেট, জেমি স্মিথ, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাডেজা, বেন স্টোকস এবং অলি পোপ একটি করে শতক তুলে নিয়েছেন।
সিরিজে মোট ২১টি শতকের মধ্যে ১২টি ভারতের এবং ৯টি ইংল্যান্ডের ব্যাটসম্যানদের ব্যাট থেকে এসেছে।
সর্বাধিক শতকের টেস্ট সিরিজ
২১ শতক : অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ (৫ ম্যাচ)–১৯৫৫
২১ শতক : ভারত বনাম ইংল্যান্ড (৫ ম্যাচ)–২০২৫
২০ শতক : ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা (৪ ম্যাচ)– ২০০৩/০৪
১৭ শতক : ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া (৫ ম্যাচ)–১৯২৮/২৯
১৭ শতক : ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা (৫ ম্যাচ)–১৯৩৮/৩৯।

Comments are closed.