অস্ত্রোপচার হবে স্পর্শিয়ার, চাইলেন দোয়া

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার উপস্থিতিতে এখন মিডিয়ায় একেবারে কম। ফলে গণমাধ্যমেও খবর কম। তবে এবার ভিন্ন কারণে খবরের শিরোনাম হলেন অভিনেত্রী। সম্প্রতি অভিনেত্রী চোয়ালের নিচে অস্বাভাবিক কোষের বৃদ্ধি হয়েছে এই অভিনেত্রীর। যাকে চিকিৎসা শাস্ত্রে অ্যামেলোব্লাস্টোমা রোগ বলা হয়।
মঙ্গলবার (৭ অক্টোবর) সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, ‘আমার অ্যামেলোব্লাস্টোমা রোগ ধরা পড়েছে। গত কয়েক দিন ধরে আমি সার্জারির পূর্বের চিকিৎসা নিচ্ছি। আজই আমার অস্ত্রোপচার হওয়ার কথা।
তিনি বলেন, ‘এই মুহূর্তে আমি কারো সাথে যোগাযোগ করার বা ফোনে কথা বলার অবস্থায় নেই।
কাজসংক্রান্ত যেকোনো বিষয়ের জন্য অনুগ্রহ করে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখেন। জ্ঞান ফিরে পাওয়ার পর শারীরিকভাবে কিছুটা সুস্থ বোধ করলে আমি উত্তর দেব। সফলভাবে অস্ত্রোপচার এবং দ্রুত সুস্থতার জন্য আমি সবার কাছে দোয়া কামনা করছি।
অভিনেত্রীর অসুস্থা খবরে উদ্বিগ্ন অনুরাগী ও ইন্ডাস্ট্রির দীর্ঘদিনের সহকর্মীরা। স্পর্শিয়ার সুস্থতা কামনা করে অভিনেতা রওনক হাসান লিখেছেন, ‘দ্রুত সুস্থ হয়ে ওঠো’। পরিচালক আরিক আনাম খান, ‘শুভ কামনা রইল। আল্লাহ যেন তোমাকে দ্রুত ও ভালোভাবে সুস্থতা দান করেন।’
তিনি যেন আপনাকে দ্রুত সুস্থ হয়ে সেরা ওঠার শক্তি দান করেন। আমিন।’
You might also like

Comments are closed.