অস্ট্রেলিয়ার নির্বাচনে ফের লেবার পার্টির জয়

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের নেতৃত্বাধীন ক্ষমতাসীন লেবার পার্টি জয়ী হয়েছে। এতে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী হিসেবে টানা দ্বিতীয়বারের মতো জয়ের স্বাদ নিলেন আলবানিজ।

শনিবার (৩ মে) অনুষ্ঠিত নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন বিরোধী রক্ষণশীল লিবারেল পার্টির নেতা পিটার ডাটন।

জানা গেছে, অস্ট্রেলিয়ার নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে নির্বাচনের আগাম ফলাফল প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, লেবার পার্টি ৫৫ দশমিক ৯৪ শতাংশ ভোটে ৪৪ শতাংশ ভোট পাওয়া লিবারেল ও ন্যাশনাল পার্টির জোটের চেয়ে অনেকটা এগিয়ে রয়েছে।

পরে সিডনিতে লেবার পার্টির সমর্থকরা তাদের নেতা আলবানিজের জয় দাবি করার পর উল্লাসে ফেটে পড়ে ও আনন্দে পরস্পরকে জড়িয়ে ধরে। সমর্থকদের উদ্দেশে আলবানিজ বলেন, লেবার পার্টি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করবে।

নিজের আসনে পরাজিত হওয়া বিরোধীদলীয় নেতা ডাটন জানিয়েছেন, অভিনন্দন জানাতে আলবানিজকে ফোন করেছিলেন তিনি। এছাড়াও দুই দশক ধরে যে আসনটি তার অধীনে ছিল সেখানে লেবার দলীয় যে প্রার্থীর কাছে তিনি পরাজিত হয়েছেন সেই আলি ফ্রান্সকেও ফোন করে অভিনন্দন জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ফেব্রুয়ারিতে জনমত জরিপে লেবার পার্টির চেয়ে লিবারেলদের অবস্থান বেশি শক্তিশালী দেখা গিয়েছিল। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্ট্রেলীয় পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপ করার পর ট্রাম্পবিরোধী লেবারদের জনপ্রিয়তার পুনরুত্থান শুরু হয়।

সূত্র: রয়টার্স

You might also like

Comments are closed.