অস্ট্রেলিয়ার কাছে হার, ভারতের কড়া সমালোচনা গাঙ্গুলির

অস্ট্রেলিয়ার কাছে বর্ডার-গাভাস্কার ট্রফি হারানোর পর ভারত ক্রিকেট দলের কড়া সমালোচনা করেছেন সাবেক বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। তিনি বলেছেন, অজিদের হারানোর মতো সামর্থ নেই ভারতের এই দলের। তবে রোহিতের অবসর ইস্যুতে তার পাশে দাঁড়িয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। একই সঙ্গে আস্থা রাখছেন বিরাট কোহলির ওপরও।

শুরুটা দুর্দান্ত কিন্তু পাঁচ ম্যাচ সিরিজের বাকি চারটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খুঁজেই পাওয়া যায়নি ভারতকে। আবহাওয়ার অযুহাতে একটি ম্যাচ ড্র না হলে সিরিজ হারের ব্যবধান হতে পারতো আরও বড়। অজিদের মাটিতে টিম ইন্ডিয়ার এমন হতাশাজনক পারফরমেন্সে বিভিন্ন মহলে চলছে কড়া সমালোচনা। দল ঢেলে সাজানোরও ইঙ্গিত মিলছে বিসিসিআই’র বিভিন্ন সূত্র থেকে।

গৌতম গম্ভীরের কোচিং দর্শন এখন সবচেয়ে বেশি সমালোচিত ভারতের ধারাবাহিক ব্যর্থতায়। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ নষ্ট হয়েছে। তার চেয়েও বড় বিষয় ক’দিন আগেও প্রভাব খাটিয়ে খেলা দলটা যেনো ভুলেই গেছে কিভাবে জিততে হয়। সব মিলিয়ে টিমের কড়া সমালোচনা করেছেন সাবেক বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।

গাঙ্গুলি বলেন, ‘সোজা কথা হলো আমরা ভালো ব্যাটিং করিনি। কিভাবে টেস্ট খেলতে হয় সেটাই মনে হয়েছে ভুলে গেছি আমরা। ভালো ব্যাটিং ছাড়া টেস্ট ক্রিকেট জেতা সম্ভব না। ১৭০-১৮০ রান কোনোভাবেই টেস্ট ম্যাচের জন্য আদর্শ না। কমপক্ষে ৩৫০-৪০০ রান করতে হবে। এটা নিয়ে একে অপরকে দোষারোপের কিছু নেই। মোদ্দা কথা হচ্ছে সবাইকে রান করতে হবে।’

বর্ডার-গাভাস্কার ট্রফিতে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে রোহিত শর্মা আর বিরাট কোহলির পারফরম্যান্স। দলের হয়ে অবদান রাখতে না পারায় নিজ থেকেই সরে দাঁড়িয়েছেন হিটম্যান। কোহলি জেদ ধরে খেলে গেলেও সুসময়ের দেখা পাননি। আর তাতেই এই দুই গ্রেটের বিদায় নিয়ে পেছনে পড়ে যান অনেকেই। তবে এই জায়গার দ্বিমত পোষণ করেছেন সৌরভ গাঙ্গুলি।

সৌরভ গাঙ্গুলি বলেন, ‘রোহিতের ওপর এতটা চাপ দেওয়া ঠিক হচ্ছে না। আমার মনে হয়, কি করতে হবে সেটা অন্য সবার চেয়ে সে বেশি ভালো বোঝে। অহেতুক সমালোচনার পক্ষে আমি না। বিরাট (কোহলি) একজন অসাধারণ ক্রিকেটার। হয়তো তার বাজে সময় যাচ্ছে। কিন্তু আমি বিশ্বাস করি দ্রুতই সে আবারও সেরা সময়ে ফিরবে।’

অস্ট্রেলিয়া ব্যর্থতায় যে ঝড় বইছে ভারত ক্রিকেটে তা সহসাই থামার নয়। দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আভাস আছে সেই দলে বেশ পরিবর্তনের। এছাড়াও এই টুর্নামেন্ট ভালো না গেলে বড় ধরণের রদবদলের ইঙ্গিত দিয়ে রেখেছে বিসিসিআই।

You might also like

Leave A Reply

Your email address will not be published.