অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। পুলিশের বরাতে জানা গেছে, এতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, আজ শনিবার (১১ অক্টোবর) সকালে সিডনি থেকে প্রায় ৮৫ কিলোমিটার দক্ষিণে শেলহারবার বিমানবন্দরে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। বিধ্বস্তের সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়, যা পরে ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের সদস্যরা নিয়ন্ত্রণে আনে।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (এবিসি) প্রকাশিত ছবিতে দেখা গেছে, রানওয়ের ওপর বিমানের পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে। পুলিশ জানিয়েছে, তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
দুর্ঘটনার তদন্তের জন্য ক্রাইম সিন তৈরি করা হয়েছে এবং অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোকে বিষয়টি জানানো হয়েছে।
You might also like

Comments are closed.