অস্কার ২০২৫: ‘এমিলিয়া পেরেজ’ নয়, পুরস্কার জিতল ‘আই য়্যাম স্টিল হেয়ার’

‘এমিলিয়া পেরেজ’ সিনেমায় আইনজীবীর চরিত্রে অভিনয় করে পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জোয়ি সালডানা। তবে সেরা আন্তর্জাতিক সিনেমার পুরস্কার জিততে পারল না সিনেমাটি, এই পুরস্কার পেল ব্রাজিলের সিনেমা ‘আই য়্যাম স্টিল হেয়ার’। খবর ভ্যারাইটির

মেক্সিকোর চার প্রতিষ্ঠিত নারীর গল্প ‘এমিলিয়া পেরেজ’, যারা নিজেদের মতো করে সুখী হতে চান। এর মধ্যে আছে একজন কুখ্যাত মাদকসম্রাজ্ঞী, যে নিজের ভুয়া মৃত্যুর খবর প্রচার করে নতুন জীবন শুরু করতে এক আইনজীবীর সাহায্য চান। এরপর কী হয়, তা নিয়েই জ্যাক অঁদিয়ারের সিনেমাটি। গোল্ডেন গ্লোবে সর্বোচ্চ পুরস্কার জেতা সিনেমাটি অস্কারেও সবচেয়ে বেশি বিভাগে মনোনয়ন পেয়েছিল। কিন্তু মূল আসরে বড় পুরস্কার পাবে কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

অন্যদিকে গোল্ডেন গ্লোবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে চমকে দিয়েছিলেন ফিরনান্দা তোরেজ।

তার অভিনীত সেই সিনেমা ‘আই য়্যাম স্টিল হেয়ার’ এবার পেল সেরা আন্তর্জাতিক সিনেমার পুরস্কার। ১৯৭১ সালে ব্রাজিলে এক নায়কতন্ত্রের প্রেক্ষাপটে সিনেমাটি তৈরি করেছেন ওলটার সেলেস।

এবার সেরা অ্যানিমেশন সিনেমার পুরস্কার জিতেছে ‘ফ্লো’। অনেকে অনুমান করেছিলেন ‘দ্য ওয়াইল্ড রোবট’-এর হাতে পুরস্কার উঠতে পারে কিন্তু শেষ পর্যন্ত ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার সিনেমা ‘ফ্লো’ জিতেছে পুরস্কার।

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.