অসুস্থতার ঝুঁকি ৮০ ভাগ কমায় করোনা টিকা

অক্সফোর্ড এবং ফাইজারের যে দুটি করোনার টিকা এখন মানুষের শরীরে প্রয়োগ করা হচ্ছে তা ৮০ শতাংশ অসুস্থতার ঝুঁকি কমায় বলে এক গবেষণায় উঠে এসেছে।

ইংল্যান্ডের পাবলিক হেলফ বিভাগের গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। টিকার প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের উপর ৩-৪ সপ্তাহ ধরে এই গবেষণা চালানো হয়। খবর বিবিসির

যুক্তরাজ্যে ৮০ বছরের বেশি বয়সী যেসব ব্যক্তি টিকার প্রথম ডোজ নিয়েছেন তাদের উপর এই গবেষণা চালানো হয়।

তবে শুধু প্রথম ডোজ নেওয়াই যথেষ্ট নয়। সর্বোচ্চ সুরক্ষার জন্য দ্বিতীয় ডোজ নিতে প্রতিবেদনে বলা হয়েছে।

যুক্তরাজ্যের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক সোমবার ডাউনিং স্ট্রিটের ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, করোনার টিকার গবেষণায় সর্বশেষ যে ফল পাওয়া গেছে তা বেশ শক্তিশালী।

তিনি বলেন, গত কয়েক সপ্তাহে ৮০ বছরের বেশি বয়সীদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তির সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।

একই সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের ডেপুটি চিফ মেডিকেল অফিসার অধ্যাপক জনাথন ভ্যান টাম বলেন, আগামী কয়েক মাসের মধ্যে আমরা সম্ভবত করোনা থেকে মুক্তি পেতে যাচ্ছি।করোনা টিকার এই ফলাফল আমাদের সেই তথ্যই দিচ্ছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.