অলিম্পিক আয়োজক কমিটির সাবেক পরিচালককে গ্রেফতার
টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিক গেমসের একজন সাবেক পরিচালককে ঘুষ গ্রহণের সন্দেহে গ্রেফতার করা হয়েছে। ৭৮ বছর বয়সী তাকাহাশি হারুইয়ুকিকে টোকিওর কৌঁসুলিরা আটক করেছেন।
গত মাসে কৌঁসুলিরা টোকিওর কাছে আওকি হোল্ডিংসের একটি কার্যালয় এবং অধীনস্থ একটি কোম্পানির অফিসে তল্লাশি চালান। কৌঁসুলিরা সন্দেহ করছেন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ঘুষ হিসাবে তাকাহাশিকে বিশাল অঙ্কের অর্থ হয়তো দিয়ে থাকবে। গ্রেফতার হওয়ার আগে তাকাহাশি অন্যায় কোন কিছু করার কথা অস্বীকার করেন বলে বলা হচ্ছে।
আওকি হোল্ডিংস অলিম্পিক ব্র্যান্ডের সুট ও অন্যান্য পণ্য বিক্রির অনুমতি লাভের জন্য টোকিও গেমসের আয়োজক কমিটির সাথে একটি স্পন্সরশিপ চুক্তি স্বাক্ষর করেছিল।
সূত্রঃ এনএইচকে ওয়ার্ল্ড

Comments are closed.