অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন

অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে গবেষণার জন্য এ বছর অর্থনীতিতে নোবেল পেলেন জোয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাওইট।

‘প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে  টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বশর্তগুলো শনাক্ত করার জন্য’ নোবেল পুরষ্কারের অর্ধেক পাবেন আমেরিকান-ইসরায়েলি মোকিয়র, অন্যদিকে ‘ক্রিয়েটিভ ডেসট্রাকশন এর মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি’ নিয়ে কাজ করার জন্য বাকি অর্ধেক পাচ্ছেন আগিয়োঁ এবং হাওইট, জানিয়েছেন জুরি। খবর রয়টার্সের।

বিস্তারিত আসছে…

You might also like

Comments are closed.