অবৈধভাবে বাংলাদেশে থাকতে পারবে না কোনো বিদেশি
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী
অবৈধভাবে কোনো বিদেশি বাংলাদেশে থাকতে পারবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, তালিকা করা হচ্ছে, এর মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। সীমান্ত পুরো এলার্ট আছে। অবৈধ অনুপ্রবেশ কোনোভাবেই বরদাস্ত করা হবে না।’
রবিবার(৮ ডিসেম্বর) সচিবালয়ে বড়দিন ও থার্টি-ফাস্ট নাইটের আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে ব্রিফিংয়ে আসেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। মিডিয়ায় সত্য খবর প্রচারের মাধ্যমে তাদের (ভারত) অপপ্রচারের জবাব দিয়ে মুখে চুনকালি দিতে হবে তাদের। সীমান্তে সতর্কতা জারি আছে। আপনারা সত্য খবর প্রকাশ করেন।
বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বড়দিন ও থার্টি-ফার্স্ট নাইটের নিরাপত্তা নিয়ে কঠোর আছে সরকার। থার্টি-ফার্স্ট নাইটে অনেক যুবক পানি টানি খায়। সেটা যেন না করে এজন্য মিডিয়াকে সচেতন করতে হবে। থার্টি ফার্স্ট নাইটে সব বার বন্ধ থাকবে। ফানুস এবং আতশবাজি নিষিদ্ধ।
Comments are closed.