অবসরে যাওয়ার ঘোষণা রাউল কাস্ত্রোর
কিউবার কমিউনিস্ট পার্টির নেতৃত্ব ছেড়ে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন রাউল কাস্ত্রো।
শুক্রবার দলীয় কংগ্রেসে অপেক্ষাকৃত তরুণ নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। খবর আল জাজিরার
তার এই ঘোষণার মধ্য দিয়ে বড় ভাই ফিদেল কাস্ত্রো ও রাউলের ছয় দশকের শাসনের অবসান ঘটল।
চারদিনের দলীয় কংগ্রেসের প্রথমদিনে ভাষণে কমিউনিস্ট পার্টির নেতৃত্ব তুলনামূলক তরুণদের হাতে ছেড়ে দেওয়ার ঘোষণা দেন রাউল। ভাষণে তিনি বলেন, তার আশা নবীন নেতৃত্ব নিখাদ আবেগ ও সাম্রাজ্যবাদবিরোধী চেতনায় দলকে এগিয়ে নেবে এবং দলীয় আদর্শের প্রতি অনুগত থাকবে।
রাউল বলেন, ২০১৬ সালের আগের দলীয় কংগ্রেসে ‘ঐতিহাসিক প্রজন্ম’ সর্বশেষ নেতৃত্বে এসেছিল। এখন থেকে নবীন নেতৃত্ব দলকে উপযুক্ত দিকনির্দেশনা দেবে।
২০১৮ সালে মিগুয়েল দিয়াজ-ক্যানেলের কাছে প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তর করেছিলেন রাউল।