অবসরে পাকিস্তানের আরও এক ক্রিকেটার
পাকিস্তান ক্রিকেটে অবিরাম মঞ্চস্থ হতে থাকে নাটক। আজ কোচ বদলাচ্ছে তো কাল বদল আসছে নির্বাচক প্যানেলে। কখনো কেউ একজন দলে ডাক পাচ্ছেন তো কেউ আবার বাদ পড়ছেন মুহূর্তেই। এবার দেশটির ক্রিকেটে যেন অবসরের হিড়িক পড়েছে যার শুরুটা হয়েছে ইমাদ ওয়াসিমকে দিয়ে।
ইমাদ ওয়াসিমের পর শনিবার (১৪ ডিসেম্বর) আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন মোহাম্মদ আমির। এ দুজনের পর এবার বিদায় বললেন মোহাম্মদ ইরফান।
২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের নিয়েছিলেন মোহাম্মদ আমির, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে অভিমান করে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তিনি। এরপর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন এই পেসার, তবে এসময়টাতে তার পারফরম্যান্স দেখে অনেকবারই তাকে ফেরানোর দাবি উঠেছিল।
সব শেষ ২০২৪ সালের মার্চে অবসর ভেঙে পাকিস্তানের জার্সিতে ফিরেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে। তবে তার এই যাত্রাপথ লম্বা হলো না। পাকিস্তানের জার্সিতে ফেরার ৮ মাসের মাথায় আবারও অবসরের ঘোষণা দিয়েছেন মোহাম্মদ আমির। গতকাল শনিবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
আমিরের আগে অবসর নিয়েছেন ইমাদ ওয়াসিম। গত বছর ২৪ নভেম্বর অবসরের ঘোষণা দিয়েছিলেন ইমাদ, এরপর আবার দলে ফিরেছিলেন তিনি। তবে ফেরার ১৩ মাসের মাঝে আবর দ্বিতীয়বার ঘোষণা দিলেন অবসরের।
এদিকে ইমাদ-আমিরের পর অবসরের ঘোষণা দিয়েছেন পেসার মোহাম্মদ ইরফান। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের সবচেয়ে লম্বা ক্রিকেটার তিনি। শনিবার (১৪ ডিসেম্বর) রাতেই অবসরের সিদ্ধান্ত জানান ইরফান, তবে ইমাদ-আমিরের মতো এটি ইরফানের দ্বিতীয়বার অবসর নেয়া নয়, এবারই প্রথম অবসরের ঘোষণা দিলেন এ পেসার।
অবসরের সিদ্ধান্ত জানিয়ে এক্সে ইরফান লেখেন, ‘আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সতীর্থ ও কোচদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, উৎসাহিত করেছেন এবং অবিস্মরণীয় স্মৃতি তৈরি করেছেন, সে জন্য সবাইকে ধন্যবাদ। যে খেলাটি আমাকে সবকিছু দিয়েছে, আমি তাকে সমর্থন করে যাব এবং উদ্যাপন করব।’
পাকিস্তানের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ৮৬ ম্যাচ খেলে ১০৯টি উইকেট নিয়েছেন ইরফান। ৭ ফুট ১ ইঞ্চি উচ্চতার এই বোলার আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে লম্বা ক্রিকেটার।