অবসরের পর মেসির গন্তব্য নিয়ে বেকহ্যামের মন্তব্য

ইন্টার মায়ামির এমএলএস কাপ জয়ের পর লিওনেল মেসির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুন জল্পনা সৃষ্টি করেছেন ক্লাবের সহ-মালিক ডেভিড বেকহ্যাম। ফাইনালে গোল না পেলেও দুটি গোলের সুযোগ তৈরি করে দলকে প্রথম এমএলএস কাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি। তবে ফুটবল ছাড়ার পর তার মন কোথায় পড়ে আছে, সে ইঙ্গিত দিলেন বেকহ্যাম।
বেকহ্যাম জানান, মেসির মন এখনও পড়ে আছে তার সাবেক ক্লাব বার্সেলোনায়। তিনি বলেন,‘আমি চাই মেসি অবসরের পরও মায়ামিতে থাকুক। কিন্তু ও আমাকে ইতোমধ্যেই বলেছে, ন্যু ক্যাম্পের কাছাকাছি কোথাও স্থায়ীভাবে থাকতে চায়। বার্সেলোনাকে এমন ভালোবাসা আর কোনো ফুটবলারের মধ্যে দেখিনি। মেসির জুতো, এমনকি জলের বোতলেও বার্সার লোগো থাকে!’
বেকহ্যামের এই বক্তব্যে পরিষ্কার হয়েছে—ফুটবল ছাড়ার পর আর্জেন্টাইন তারকার ঠিকানা হতে যাচ্ছে বার্সেলোনার আশেপাশেই। পরিবারের সঙ্গে শান্ত জীবন কাটানোর জন্যই তিনি এই সিদ্ধান্ত নিতে চাইছেন।
এমএলএস কাপ জয়ের পর ক্লাবের পথচলা নিয়ে বেকহ্যাম ছিলেন আবেগঘন। তিনি বলেন,‘অনেক রাত না ঘুমিয়ে কাটিয়েছি। কিন্তু মায়ামির ওপর বিশ্বাস কখনো হারাইনি। জানতাম, একদিন আমরা এই সাফল্য পাবই। আমাদের দলের জার্সির পেছনে লেখা—‘স্বপ্ন দেখার স্বাধীনতা’ আর সেই স্বপ্ন আজ সত্যি হয়েছে।’
দলকে প্রথমবার এমএলএস কাপ জিতিয়ে উচ্ছ্বসিত মেসিও জয়ের অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন,‘পুরো মৌসুমটাই অসাধারণ ছিল। শেষ চার ম্যাচে আমাদের প্রেসিং ফুটবল ছিল অবিশ্বাস্য। গতবার ব্যর্থ হওয়ার পর এবার শুধু শিরোপা জয়ের দিকেই লক্ষ্য ছিল। পুরো দল দারুণ খেলেছে। এই মুহূর্তটার অপেক্ষায় ছিলাম অনেক দিন।’
You might also like

Comments are closed.