অবলা প্রাণীর প্রতি আচরণে ইসলামের দৃষ্টিভঙ্গি
কিন্তু দুঃখের বিষয় হলো, বর্তমান যুগেও অনেককে শুধু কয়েকটি ভিউর আশায়ও অবলা প্রাণীকে কষ্ট দিয়ে ভিডিও বানাতে দেখা যায়। অবলা প্রাণীদের ভয় দেখিয়ে বা উত্ত্যক্ত করে মজা নিতে দেখা যায়। কেউ কেউ এতটাই নিচে নেমে যায় যে অবলা প্রাণীকে পুড়িয়ে মেরেও ভিডিও ধারণ করে। অথচ মহান আল্লাহর কোনো প্রাণীকেই অন্যায়ভাবে হত্যা করার সুযোগ নেই। কোনো অপরাধে তাদের পুড়িয়ে শাস্তি দেওয়ার অধিকার কারো নেই। মুহাম্মাদ ইবনু হামযাহ আল-আসলামী (রহ.) থেকে তার পিতার সূত্রে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) এক অভিযানে তার পিতাকে সেনাপতি নিযুক্ত করেন। হামযাহ (রা.) বলেন, আমরা অভিযানে বের হওয়ার সময় তিনি বলে দিলেন যে অমুক ব্যক্তিকে পেলে আগুন দিয়ে পোড়াবে। আমি পিঠ ফিরে চলে যাওয়ার সময় তিনি আমাকে আবার ডাকলেন। আমি তাঁর নিকট ফিরে এলে তিনি বললেন, তোমরা অমুক ব্যক্তিকে পেলে হত্যা করবে, আগুনে পোড়াবে না। কেননা শুধু আগুনের প্রভুই আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকারী, অন্য কেউ নয়। (আবু দাউদ, হাদিস : ২৬৭৩)

Comments are closed, but trackbacks and pingbacks are open.