অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমছে

মার্কিন ডলারের শক্তিশালী অবস্থানের কারণে বিশ্ববাজারে কমছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, বুধবার (৮ জানুয়ারি) মার্কিন কেন্দ্রীয় ব্যাংক অর্থনৈতিক তথ্য প্রকাশ করার বোঝা যাবে দাম আরও কমবে নাকি আবারও বাড়বে। এর আগে চীনের দেওয়া প্রণোদনা প্যাকেজের কারণে সোমবার (৬ জানুয়ারি) পর্যন্ত টানা ৫ দিন জ্বালানির দাম ঊর্ধ্বমুখী ছিল।

চলতি সপ্তাহের শেষ দিকে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক দেশটির অর্থনৈতিক তথ্যের প্রতিবেদন প্রকাশ করবে। এর জন্য বর্তমানের মার্কিন ডলারের মান শক্তিশালী অবস্থানে থাকায় সোমবার থেকে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে।

ট্রেডিং ইকনোমিকসের বাজার তথ্য, ব্রেন্ট ক্রুডের দাম সোমবার ২৮ সেন্ট আর মঙ্গলবার (৭ জানুয়ারি) লেনদেনের শুরুতে দশমিক শূন্য ৬ সেন্ট কমে ব্যারেল প্রতি ৭৬ ডলার ২৪ সেন্টে নেমে যায়। আর ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম সোম ও মঙ্গলবার দুইদিনে প্রতি ব্যারেলে ৪০ সেন্ট কমে নামে ৭৩ ডলার ৪৩ সেন্টে।

এর আগে শীত বেড়ে যাওয়ায় জ্বালানির চাহিদা বেড়ে যাওয়া এবং চীনের প্রণোদনা প্যাকেজকে কেন্দ্র করে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির পালে হাওয়া লাগতে পারে, এমন সম্ভাবনাকে সামনে রেখে টানা পাঁচ সেশনের লেনদেনে উর্ধ্বমুখী ছিল জ্বালানি তেলের বাজার।

তবে ডলারের অবস্থান শক্তিশালী হওয়ায় ফের কমতে থাকে অপরিশোধিত তেলের দাম। পাশাপাশি বিনিয়োগকারীরা ফেডারেল রিজার্ভের অর্থনৈতিক প্রতিবেদেন প্রকাশের দিকে তাকিয়ে আছেন। চলতি সপ্তাহের বুধবার ফেডের মিটিংয়ের এই প্রতিবেদন প্রকাশ পেতে পারে।

অপরিশোধিত তেল বা খনিজ তেল (তরল সোনা) মূলত হাইড্রোকার্বন ও অন্য জৈব যৌগের মিশ্রণ। এদের মধ্যে কার্বন ও হাইড্রোজেন বিশেষ গুরুত্বপূর্ণ। অপরিশোধিত তেলকে ব্যবহার উপযোগী করার জন্য এর বিভিন্ন অংশকে আংশিক পাতন পদ্ধতিতে পৃথক করা হয়। পেট্রোলিয়ামে বিদ্যমান বিভিন্ন উপাদানের স্ফুটনাঙ্ক ভিন্ন ভিন্ন হয়।

You might also like

Leave A Reply

Your email address will not be published.