অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতায় চাপ অব্যাহত রাখবে বিএনপি

দ্রুত জাতীয় নির্বাচন এবং অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতায় চাপ অব্যাহত রাখবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের নেতারা বলছেন, তারা সরকারের নিরপেক্ষতা এবং নির্বাচনের দাবিতে কথা বলা বন্ধ করবেন না।

এদিকে, গত সপ্তাহে বিএনপি সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলায় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম পাল্টা জবাব দেন।

এ বিষয়ে বিএনপির নেতারা বলছেন, তারা সরকারের নিরপেক্ষতা এবং নির্বাচনের দাবিতে কথা বলা বন্ধ করবেন না। সেইসঙ্গে বিএনপির নীতিনির্ধারকরা খতিয়ে দেখছেন, কেন নাহিদ ইসলাম এমন প্রতিক্রিয়া জানালেন।

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

অনেক নেতা মনে করছেন, নাহিদ ইসলামের এই মন্তব্যের পেছনে আরও কয়েকজন উপদেষ্টার ইন্ধন থাকতে পারে এবং তাদের শনাক্ত করার চেষ্টা করছেন বিএনপি নেতারা।

দলীয় সূত্র জানায়, তারা জানতে চাইছেন যে সরকারের মুখপাত্র না হয়েও কেন নাহিদ ইসলাম বিএনপি মহাসচিবের মন্তব্যে এমন প্রতিক্রিয়া জানালেন।

বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, ‘আমাদের মহাসচিবের বক্তব্য তার (নাহিদ ইসলাম) কাছে উসকানিমূলক কেন মনে হলো?’

নাহিদের মতোই উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়া এবং ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমও ফেসবুকে এ বিষয়ে লিখেছেন। তাদের এসব মন্তব্য বিষয়ে বিএনপির ওই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘পরিকল্পিতভাবে এই বিষয়টিকে বড় বানানোর জন্য এগুলো করা হচ্ছে।’

আরেকজন সিনিয়র বিএনপি নেতা বলেছেন, ছাত্র-জনতার সফল আন্দোলনের পর গঠিত সরকারকে অবশ্যই নিরপেক্ষ হতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্য ছিল নিরপেক্ষতা নিয়ে। কিন্তু, এই মন্তব্যের যে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে সেটা ছিল আক্রমণাত্মক।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘ছাত্র আন্দোলনের নেতারা—যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন—কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে মন্তব্য করতে পারেন না। এতে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়। তবে আমরা অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ মনে করি। কিন্তু সরকারের কেউ যদি পক্ষপাতমূলক অবস্থান গ্রহণ করেন, তাহলে তো সরকারকে আর নিরপেক্ষ বলে মনে হবে না।

ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত

টুকু বলেন, যদি উপদেষ্টারা রাজনীতিতে অংশ নিতে চান, তাহলে আগে তাদের পদত্যাগ করতে হবে। তারপর তারা অন্য দলের সমালোচনা করতে পারেন। কিন্তু সরকারে থেকে সেটা পারেন না।

বিএনপির এক নেতা জানান, ছাত্ররা আন্দোলনের চেতনা থেকে কিছুটা বিচ্যুত হয়েছে। তারা এখন দল গঠন, নির্বাচন করা এবং ক্ষমতায় ফেরার ‘স্বপ্ন’ দেখছে, যা গণঅভ্যুত্থানের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি বলেন, ‘বৃহত্তর রাজনৈতিক অঙ্গনে প্রবেশ বা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে হলে কয়েকটি পর্যায় অতিক্রম করতে হয়। যেহেতু তারা এই পর্যায়গুলোর মধ্য দিয়ে যায়নি, তাই তাদের চিন্তাধারা অপরিণত হওয়া স্বাভাবিক।’

তিনি আরও বলেন, ‘এই কারণেই বিএনপি সবসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে বিরোধ এড়িয়ে গেছে। তার বদলে বিএনপি এসব বিষয় সমাধানের চেষ্টা করেছে সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে।’

রাজনৈতিক বিশ্লেষকরা বিশ্বাস করেন যে বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দ্বন্দ্ব গভীর হয়েছে মূলত আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে।

তারা বলছেন, বিএনপি যেখানে অবিলম্বে নির্বাচনের দাবি জানাচ্ছে, সেখানে বৈষম্যবিরোধী ছাত্ররা আরও সময় চাইছে। তারা এই সরকারের ছায়াতলে একটি দল গঠন করছে বলে বিএনপি যে অভিযোগ তুলছে, সেটা ভিত্তিহীন নয়।

You might also like

Leave A Reply

Your email address will not be published.