অনেক সংস্কার কীভাবে বাস্তবায়ন হবে, এখনও পরিস্কার নয়: ডা. তাসনিম জারা

অনেক সংস্কার কীভাবে বাস্তবায়ন হবে এখনও পরিস্কার নয়, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। শনিবার (১ নভেম্বর) সকালে রাজনীতিকদের মধ্যে মতাদর্শভিত্তিক সংলাপ এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার জন্য সেন্টার ফর গভার্নেন্স স্টাডিজের (সিজিএস) সংলাপে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

জুলাই সনদের সুপারিশে স্বাস্থ্য কমিশনের প্রতিবেদন কে বাস্তবায়ন করবে তার কোনো উল্লেখ নেই জানিয়ে ডা. তাসনিম জারা বলেন, ‘রাস্তায় নামা ছাড়া কিছুই বাস্তবায়ন করা যায় না। আন্দোলন আর অনশন দাবি আদায়ের একমাত্র উপায়। যেটা পরিবর্তন দরকার।’

তরুণদের রাজনীতিতে যুক্ত করার বিষয়ে তিনি বলেন, ‘তরুণরা যাতে একটি সুস্থ ও সুন্দর পরিবেশে রাজনীতিতে সম্পৃক্ত হতে পারে, সে ব্যবস্থা করে দেয়া আমাদের দায়িত্ব। এ ক্ষেত্রে আমরা ভোটাধিকারের বয়স ১৬ বছরে আনার প্রস্তাব করেছিলাম। কিছু কাঠামোগত পরিবর্তন না করলে, সেটা শুধু বলার মধ্যেই থেকে যাবে, বাস্তবায়ন আর হবে না। বেশ কয়েকটি দেশে ১৬ বছর বয়সে ভোট দেয়ার ব্যবস্থা রয়েছে।’

ডা. তাসনিম জারা বলেন, নারীরা যারা গণ-অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদেরকেও রাজনীতিতে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। আমরা সংরক্ষিত আসন ৫০ থেকে ১০০ তে উন্নীত করার প্রস্তাব দিয়েছিলাম।

রাজনৈতিক দলগুলোর মধ্যে কাঙ্ক্ষিত ঐক্য হয়নি উল্লেখ করে তিনি বলেন, রাজনীতি আগের মতো থাকবে না, রাজনীতিতে যে পেশীশক্তি চলছিল, সেই রাজনীতি আর চলবে না। রাজনীতি এখন বদলে গেছে।’

You might also like

Comments are closed.