অনশন ভাঙাতে না পেরে শিক্ষার্থীদের সঙ্গে (ববি) ভিসির রাতযাপন!
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের আমরণ অনশন থেকে সরাতে না পেরে শেষ পর্যন্ত তাদের সাথেই রাত কাটিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর নিচে অনশনে বসেন শিক্ষার্থীরা। এ সময় ভিসিও সেখানে উপস্থিত হয়ে তাদের সঙ্গে মশারি টানিয়ে রাত কাটান।
অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে গত ২৮ জুলাই থেকে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থীরা। টানা ৩৭ দিন বিভিন্ন কর্মসূচির পরও কোনো কার্যকর পদক্ষেপ না আসায় বৃহস্পতিবার সন্ধ্যায় তারা আমরণ অনশন শুরু করেন। রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে ৭ জন শিক্ষার্থী এই কর্মসূচিতে যোগ দেন।
আরও পড়ুন
শিক্ষার্থীরা জানান, ৩৭ দিনের মধ্যে পাঁচ দিন তারা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। সাধারণ মানুষের ভোগান্তি বিবেচনায় এবার তারা অনশনের পথ বেছে নিয়েছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলেও তারা ঘোষণা দেন।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী সেঁজুতি বলেন, ‘টানা ৩৭ দিন আন্দোলন ও রাস্তা অবরোধের পরও প্রশাসনের টনক নড়েনি। তাই আমরণ অনশন ছাড়া সামনে আর কোনো পথ খোলা নেই। কোনো অঘটন ঘটলে এর দায় প্রশাসনকেই নিতে হবে।’
আইন বিভাগের শিক্ষার্থী স্বাক্ষর বলেন, ‘আমরা চাই ইউজিসি আমাদের তিন দফা দাবি গ্রহণ করে কার্যকর করুক। অবকাঠামোগত উন্নয়ন একদিনে সম্ভব নয়, কিন্তু এখনই উদ্যোগ নিতে হবে। নইলে ভবিষ্যতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন সম্ভব হবে না।’

Comments are closed.