অতিরিক্ত ডিআইজি হয়েছেন ১২ এসপি

পদোন্নতি পেয়ে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হয়েছেন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১২ কর্মকর্তা। সোমবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের এ পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপকমিশনার (ডিসি) মো. আব্দুল ওয়ারীশ, টাঙ্গাইলের এসপি সরকার আশরাফ হোসেন, ডিএমপির ডিসি মুহাম্মদ আশরাফ হোসেন, কুষ্টিয়ার এসপি এ এইচ এম আবদুর রকিব, ডিএমপির ডিসি মোহাম্মদ আনিসুর রহমান এবং এ বি এম মাসুদ হোসেন।

এ ছাড়াও ডিএমপির গুলশান বিভাগের ডিসি মো. শহিদুল্লাহ, খুলনা অঞ্চল নৌ পুলিশের মোহাম্মদ শরিফুর রহমান, সিএমপির (ডিসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বগুড়ার এসপি সুদীপ কুমার চক্রবর্ত্তী, যশোরের এসপি প্রলয় কুমার জোয়ারদার এবং ডিএমপির ডিসি আসমা সিদ্দিকা মিলিকে অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।

জনস্বার্থে জারীকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.