অটোরিকশায় মিটারের অতিরিক্ত ভাড়া নিলেই জেল, গুণতে হবে জরিমানাও

গ্যাস বা পেট্রল চালিত সিএনজি বা অটোরিকশার চালকরা মিটারের অতিরিক্ত ভাড়া নিলেই তাদের বিরুদ্ধে মামলা করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। সেই সঙ্গে তাদের ৬ মাস পর্যন্ত কারাদণ্ড, ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস এ সম্পর্কিত একটি পত্র স্বাক্ষর করেছেন। পত্রটি মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে পাঠানো হয়েছে।

পত্রে জানানো হয়, সিএনজি বা পেট্রল চালিত ৪-স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশাগুলোর ক্ষেত্রে সরকার নির্ধারিত মিটারভাড়া ছাড়িয়ে অতিরিক্ত টাকা আদায় করলে সেই চালকের বিরুদ্ধে মামলা দায়ের করতে বলা হয়েছে।

এছাড়া, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৩৫(৩) অনুযায়ী কোনো কন্ট্রাক্ট ক্যারিজের মালিক বা চালক রুট পারমিট এলাকার মধ্যে কোনো গন্তব্যে যাওয়ার সময় মিটারভাড়া ছাড়িয়ে অতিরিক্ত ভাড়া দাবি করতে পারবেন না। যদি কেউ এই আইন ভঙ্গ করেন, তবে ধারা ৮১ অনুযায়ী, তাকে ৬ মাস পর্যন্ত কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া হবে। এছাড়া, চালকের বিরুদ্ধে দোষসূচক এক পয়েন্ট কর্তন করা হবে।

এ পরিস্থিতিতে বিআরটিএ কর্তৃপক্ষ গ্যাস বা পেট্রল চালিত ৪-স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে, সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.