অক্সফোর্ডের টিকা নিরাপদ, অ্যান্টিবডি তৈরিতে সক্ষম
অক্সফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীদের তৈরি করোনা ভাইরাসের (কোভিড-১৯) টিকাটি ব্যবহারে নিরাপদ ও এটি গ্রহণকারীদের দেহে ভাইরাসটির বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম। সোমবার প্রকাশিত টিকাটির প্রথম দফা ক্লিনিকাল ট্রায়ালের পরীক্ষার ফলাফলে এমন তথ্য উঠে এসেছে। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, অক্সফোর্ডের টিকাটির প্রথম দফা ক্লিনিকাল ট্রায়ালে ১ হাজার ৭৭ জন মানুষের উপর টিকাটি প্রয়োগ করা হয়েছে। এতে দেখা গেছে, তাদের মধ্যে অ্যান্টিবডি ও শ্বেত রক্তকণিকা তৈরি হয়েছে, যেগুলো করোনার বিরুদ্ধে লড়তে সক্ষম।
এই ফলাফল করোনার খুবই আশাপ্রদ। তবে টিকাটি সংক্রমণের বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম কিনা তা নিশ্চিত করতে আরো পরীক্ষা করা হবে।