অক্টোবরের জমজমাট হলিউড

অক্টোবর মাসেও হলিউড ইন্ডাস্ট্রিতে মুক্তি পাচ্ছে একাধিক সিনেমা। যেগুলোর ট্রেলার এরই মধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে। তালিকায় থাকা আলোচিত পাঁচটি সিনেমা নিয়ে আজকের এই আয়োজন।

দ্য স্ম্যাশিং মেশিন

মুক্তির তারিখ: ৩ অক্টোবর, ২০২৫

পরিচালক: বেনি স্যাফডি

অভিনয়ে: ডোয়াইন জনসন, এমিলি ব্লান্ট,রায়ান ব্যাডার

মুক্তির অপেক্ষায় থাকা ‘দ্য স্ম্যাশিং মেশিন’ সিনেমাটি এম এম এ কিংবদন্তি মার্ক কেরের জীবনের গল্প নিয়ে নির্মিত। খ্যাতির শিখরে ওঠার পাশাপাশি ব্যক্তিগত জীবনের ভয়াবহ সংগ্রামের মুখোমুখি হওয়া এই যোদ্ধার বাস্তব কাহিনি ফুটিয়ে তুলেছেন পরিচালক বেনি স্যাফডি। সিনেমাটি দর্শকদের সামনে তুলে ধরবে মহত্ব অর্জনের মূল্য কতটা কঠিন ও বেদনাদায়ক হতে পারে তার এক আবেগঘন প্রতিচ্ছবি। ডোয়াইন জনসনের সঙ্গে এতে অভিনয় করেছেন এমিলি ব্লান্ট ও রায়ান ব্যাডার।

আফটার দ্য হান্ট

মুক্তির তারিখ: ১০ অক্টোবর, ২০২৫

পরিচালক: লুকা গুয়াডাগনিনো

অভিনয়ে: জুলিয়া রবার্টস, অ্যান্ড্রু গারফিল্ড, আয়ো এডেবিরি

চ্যালেঞ্জারস এবং কল মি বাই ইয়োর নেমের সমালোচকদের প্রশংসিত পরিচালক লুকা গুয়াডাগনিনোর অত্যন্ত প্রতীক্ষিত নতুন ছবি আফটার দ্য হান্ট। সিনেমাটিতে দেখা যাবে আলমা ওলসন নামে একজনকে। যিনি ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। যিনি টেনিওর হওয়ার পথে রয়েছেন। গুয়াডাগনিনোর অন্যান্য কাজের মতো, এই ছবিও মানুষের সম্পর্কের জটিলতা ও গভীর আবেগ ফুটিয়ে তোলার চেষ্টা করবে

বলে নিশ্চিত করেন নির্মাতা। সিনেমায় ‘আলমা ওলসন’ চরিত্রে অভিনয় করছেন জুলিয়া রবার্টস।

ট্রন: অ্যারেস

মুক্তির তারিখ: ১০ অক্টোবর ২০২৫

পরিচালক: জোচিম রনিং

অভিনয়ে: জ্যারেড লেটো, গ্রেটা লি, ক্যামেরন মোনাহান, এভান পিটারস, জিলিয়ান অ্যান্ডারসন, জোডি টার্নার-স্মিথ

আইকনিক সাই-ফাই সিরিজের নতুন পর্ব ট্রন: অ্যারেস ২০২৫ সালের ১০ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি পরিচালনা করেছেন জোচিম রনিং, আর প্রধান চরিত্রে অভিনয় করছেন জ্যারেড লেটো। সিনেমার গল্পে দেখা যাবে অ্যারেস (জ্যারেড লেটো) নামে এক অত্যাধুনিক এআই কম্পিউটার প্রোগ্রাম মানব জগতে প্রবেশ করে একটি বিপজ্জনক মিশনে। গ্রিড এবং বাস্তব জগতের সীমারেখা ঝাপসা হয়ে যাওয়ার ফলে সৃষ্টি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। প্লটের অনেক অংশ এখনো গোপন থাকবে।

দ্য ব্ল্যাক ফোন ২

মুক্তির তারিখ: ১৭ অক্টোবর, ২০২৫

পরিচালক: স্কট ডেরিকসন

অভিনয়ে: ইথান হক, মেসন থেমস, ম্যাডেলিন ম্যাকগ্রো, জেরেমি ডেভিস, মিগুয়েল মোরা

২০২২ সালের হরর-থ্রিলার হিট দ্য ব্ল্যাক ফোনের মূল অভিনেতারা এবার ফের মিলিত হচ্ছেন সিক্যুয়েলে। স্কট ডেরিকসন পরিচালিত দ্য ব্ল্যাক ফোন ২ মুক্তি পাচ্ছে ১৭ অক্টোবর।

গল্পের বিস্তারিত এখনো গোপন রাখা হলেও জানা যায়, প্রথম ছবিতে ফিনে শাও নামে এক ছোট ছেলেকে ‘র্যাগেডি ম্যান’ নামের এক সিরিয়াল কিলার অপহরণ করেছিল। একটি সাউন্ডপ্রুফ বেসমেন্টে আটকে থাকা ফিন সেখানে একটি পুরোনো, সংযোগহীন টেলিফোন খুঁজে পান, যা তাকে র্যাগেডি ম্যানের পূর্ববর্তী শিকারদের আত্মার সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করে।

এরপর ফিনের সেই আত্মাদের সহযোগিতা নিয়ে পালিয়ে যেতে হবে বলে ট্রেলারে এমন ধারণাই দিয়েছেন নির্মাতা।

গুড ফরচুন

মুক্তির তারিখ: ১৭ অক্টোবর ২০২৫

পরিচালক: আজিজ আনসারি

অভিনয়ে: কিয়ানু রিভস, কেকে পালমার, রোজেন

কমেডি জগতের পরিচিত নাম আজিজ আনসারি, যিনি পার্কস অ্যান্ড রিক্রিয়েশন এবং মাস্টার অব ননের জন্য জনপ্রিয়, এবার হাজির হচ্ছেন নতুন সিনেমা গুড ফরচুন নিয়ে। ছবিটি মুক্তি পেতে যাচ্ছে ২০২৫ সালের ১৭ অক্টোবর।

ছবির গল্পে দেখা যাবে, পৃথিবীর বাইরে থেকে একজন দেবদূত আসে। এই দূতের সঙ্গে আমেরিকার রাস্তায় দেখা হয় একজন ব্যর্থ মানুষের। যার চাকরি নেই, ঘর নেই, টাকা নেই। বলতে গেলে কিছুই নেই। সেই মানুষটিকে উন্নত জীবন উপহার দেবেন এই দেবদূত। তারপর ঘটতে থাকবে নানা ধরনের ঘটনা। এভাবেই এগিয়ে যাবে সিনেমাটির গল্প।

You might also like

Comments are closed.