অকপট স্বীকারোক্তিতে আলোচনায় রুকমিনি বসন্ত!
দক্ষিণী তারকা রুকমিনি বসন্তের সরল স্বীকারোক্তি এখন নেট দুনিয়ায় ঝড় তুলেছে। সম্প্রতি এক আলাপচারিতায় তিনি জানিয়েছেন, রকিং স্টার ইয়াশই তাঁর জীবনের সবচেয়ে বড় ক্রাশ। এই অকপট স্বীকারোক্তি মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে সামাজিক মাধ্যমে।
যেখানে বিশ্বজুড়ে দর্শকের কাছে ইয়াশ পরিচিত ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজির দুর্ধর্ষ অ্যাকশন হিরো হিসেবে, সেখানে রুকমিনি মনে করিয়ে দিলেন তাঁর ক্যারিয়ারের শুরুর দিকের স্নিগ্ধ রোমান্টিক চরিত্রগুলোর কথা। সেই সময়েই ইয়াশ মুগ্ধ করেছিলেন দর্শক হৃদয়, যা পরে তাঁকে রূপান্তরিত করেছে প্যান-ইন্ডিয়ান সুপারস্টারে।
আরও পড়ুন
রুকমিনির এই স্বীকারোক্তি শুধু ভক্তদের নয়, সহকর্মীদের মধ্যেও আলোচনার জন্ম দিয়েছে। নেটিজেনরা বলছেন, ইয়াশের ক্যারিয়ারের বহুমুখী পথচলার অন্যতম স্বীকৃতি এটি। একদিকে রোমান্টিক নায়ক, অন্যদিকে অ্যাকশন আইকন-এই দুই পরিচয় মিলিয়েই তিনি আজকের ইয়াশ।
এই ছোট্ট স্বীকারোক্তি আবারও প্রমাণ করল, কেজিএফ তারকার জনপ্রিয়তা এখনও সমান তালে চলছে এবং নতুন প্রজন্মের তারকারাও তাঁর কাছে অনুপ্রেরণা খুঁজে পান।

Comments are closed.