যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি করোনায় আক্রান্ত

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন। হোয়াইট হাউজ সোমবার এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে। তবে করোনা পরীক্ষায় প্রেসিডেন্ট জো বাইডেনের ফল নেগেটিভ এসেছে। গত বছরের আগস্টেও ৭২ বছর বয়সী জিল বাইডেন করোনায় আক্রান্ত হয়েছিলেন।

মার্কিন ফার্স্ট লেডির মুখপাত্র এলিজাবেথ আলেকজান্ডার এক বিবৃতিতে জানান, ৭২ বছর বয়সি ফার্স্ট লেডি জিল বাইডেনের করোনার মৃদু উপসর্গ রয়েছে। ডেলাওয়ারের রেহোবোথ বিচে নিজেদের বাড়িতেই থাকবেন তিনি। বাইডেন গতকাল সন্ধ্যায় ডেলাওয়্যার থেকে একাই ফিরে এসেছেন। বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্টের কোনো উপসর্গ দেখা দিচ্ছে কিনা সে বিষয়ে নজর দেয়া হচ্ছে এবং চলতি সপ্তাহেই নিয়মমাফিক চেকআপ করাবেন তিনি।

এর আগে জুলাইয়ে আক্রান্ত হন ৮০ বছর বয়সী জো বাইডেন।

You might also like

Comments are closed.