জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সদস্যদের ভূমিকা কী, তা ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোঝেন কিনা– সেই প্রশ্ন তুলেছেন কংগ্রেসদলীয় সংসদ সদস্য শশী থারুর। কেরালার থিরুভানান্থাপুরম আসনের এই সংসদ সদস্য বার্তা সংস্থা পিটিআইকে এ কথা বলেছেন বলে হিন্দুস্তান টাইমসের মঙ্গলবারের (৩ ডিসেম্বর) এক প্রতিবদেনে বলা হয়েছে।
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রসঙ্গ তুলে সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় মমতা বলেন, ‘আমাদের প্রস্তাব, কেন্দ্র রাষ্ট্রপুঞ্জের (জাতিসংঘ) কাছে বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর আরজি জানাক।’
এ প্রসঙ্গে শশী থারুর বলেন, ‘আমি নিশ্চিত নই যে, তিনি (মমতা) শান্তিরক্ষীদের ভূমিকা পুরোপুরি বোঝেন কিনা। বহু বছর ধরে শান্তিরক্ষী বাহিনীতে কাজ করার সুবাদে আমি বলতে পারি, কোনো দেশের অনুরোধ ছাড়া শান্তিরক্ষী বাহিনী খুব কমই কোনো দেশের ভেতরে পাঠানো হয়।’
শশী থারুর আরও বলেন, ‘যখন কোনো দেশ পুরোপুরি ভেঙে পড়ে, শান্তিরক্ষী পাঠানো হয় তখনই এবং তাও দেশের সরকারকে তাদের অনুরোধ করতে হয়। তবে আমি সম্পূর্ণরূপে একমত যে, কী ঘটছে তার দিকে আমাদের নজর রাখতে হবে।’
শান্তিরক্ষী বাহিনী নিয়ে কথা বলার সময় আগেরদিন মমতা আরও বলেন, ‘১০ দিন ধরে দেখছি, কেন্দ্রীয় সরকার চুপ করে আছে। আমরা চাই, প্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী কথা বলুন। দুই দেশ কথা বলুক। আমাদের অনেক বন্ধু ও আত্মীয়স্বজন বাংলাদেশে রয়েছেন। যেকোনো ধর্ম, বর্ণ, জাতির মানুষই আক্রান্ত হন না কেন, আমরা এর নিন্দা করি। আমরা চাই, শান্তি নিশ্চিত করা হোক। এই সভা থেকে প্রস্তাব নেওয়া হোক যে আমাদের বন্ধুদের ওপর যেন অত্যাচার না হয়।’