পেনসিলভানিয়াতেও ট্রাম্প শিবিরের করা মামলা বাতিল

পেনসিলভানিয়ায় ট্রাম্প শিবিরের করা মামলা খারিজ করে দিয়েছেন বিচারক। ব্যাটলগ্রাউন্ড হিসেবে পরিচিত রাজ্যটিতে লাখ লাখ মেইল ভোট জালিয়াতির অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়েছিল।

শনিবার সেখানকার বিচারপতি ম্যাথিউ ব্র্যান তা খারিজ করে দিয়ে বলেন, কোনও ধরনের ভিত্তি ছাড়াই অভিযোগ করা হয়েছিল। ট্রাম্পের প্রচার শিবির থেকে ৭০ লাখের বেশি ভোটারকে বঞ্চিত করার চেষ্টা চালানো হয়েছে।

বিবিসি জানিয়েছে, ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পেনসিলভানিয়ায় ৮০ হাজারের বেশি ভোটে জয় লাভ করেছেন। এই পদক্ষেপ পেনসিলভানিয়াকে আগামী সপ্তাহেই জো বাইডেনকে বিজয়ের প্রমাণ দিতে সাহায্য করেছে।

জয়ের জন্য ২৭০ ইলেটোরালের ম্যাজিক ফিগার পার হয়ে ৩০৬টি ইলেটোরাল ভোট নিশ্চিত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী। ট্রাম্পের ইলেটোরালের সংখ্যা ২৩২টিতে গিয়ে থেমেছে।

অবশ্য ভোট গণনায় ‘কারচুপির’ অভিযোগ এনে এখনো পরাজয় স্বীকার করেননি ট্রাম্প। যদিও কোনো ধরনের কারচুপির অভিযোগ নাকচ করে দিয়েছেন নির্বাচন কর্মকর্তারা।

You might also like

Leave A Reply

Your email address will not be published.