‘চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্প যে কোনও মূল্যে সম্পন্ন করা হবে’

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) এর সকল প্রকল্প সম্পন্ন করতে বদ্ধপরিকর। শুক্রবার সিপিইসি প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করতে এক বৈঠকে অংশ নিয়ে ইমরান খান চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ওই বৈঠকে ইমরান খান বলেছেন, সিপিইসি প্রকল্পগুলো ‘যে কোনও মূল্যে’ সম্পন্ন করা হবে। সিপিইসি সময়ের-পরীক্ষায় উত্তীর্ণ সুগভীর পাক-চীন বন্ধুত্বের সাক্ষ্য বহন করে। সিপিইসি দেশের উন্নয়ন কৌশলে অগ্রণী ভূমিকা পালন করবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।

ওই বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশী সহ দেশটির অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীরা অংশ নেন বলে জানা গেছে। ইমরান খান জোর দিয়ে বলেন, শিল্পায়নের লক্ষ্য হতে হবে রফতানিমুখী এবং তা আমদানির বিকল্প হওয়া উচিত।

You might also like

Leave A Reply

Your email address will not be published.