‘ক্ষমতা থাকলে সরকার উৎপাটন করুন’

বিজেপি এবং নরেন্দ্র মোদি সরকার এখনই পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করতে চাইছে। আমি স্পষ্ট ভাষায় তাঁদের জানিয়ে দিতে চাই যে ক্ষমতা থাকলে রাজ্য সরকারকে উৎপাটন করুন । নবান্নে বসে কার্যত এভাবেই মোদি সরকার এবং বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা বন্দোপাধ্যায়। তিনি সাংবাদিকদের বলেন, করোনা এবং আম্ফানের ক্ষেত্রে রাজ্যের যে সাহায্য পাওয়া উচিত ছিল কেন্দ্র তা দেয়নি। রাজ্যকে বিপাকে ফেলতেই এই অপচেষ্টা বলে তিনি মন্তব্য করেন। তিনি অভিযোগ করে বলেন, কেন্দ্রের দোষেই ভারতে করোনা এত ছড়িয়েছে। সময়মতো আন্তর্জাতিক উড়ান বন্ধ করলে করোনা সংক্রমণ এত বাড়তো না। পরিযায়ী শ্রমিকদের সম্পর্কে কেন্দ্রের ভ্রান্ত নীতিরও সমালোচনা করেন তিনি।

রাজ্যের আদিবাসী কল্যাণ প্রকল্পে কেন্দ্রের টাকা দেয়ার গড়িমসি নিয়ে অভিযোগ করে মমতা বলেন, আদিবাসী কল্যাণ প্রকল্পের ক্ষেত্রে কেন্দ্রের মুখাপেক্ষী আর হবেনা রাজ্য। নিজেরাই আদিবাসী কল্যাণ প্রকল্পের কাজ হাতে নেবে। মমতা এদিন সাফ জানিয়ে দেন যে লকডাউনের মধ্যে ২১ জুলাই এর শহীদ সমাবেশ এবার ভার্চুয়াল হতে পারে। তিন জুলাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হতে পারে। মমতা বলেন, সাধারণ মানুষ যদি রথযাত্রা, শ্রাবনী মেলা থেকে দূরে থাকতে পারে, রাজনৈতিক নেতারা কেন সমাবেশের অভ্যাস ছাড়তে পারবেন না?

You might also like

Leave A Reply

Your email address will not be published.