×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৭-২২, সময় - ০৮:০৯:১৯সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিএনজির ধাক্কায় ননী সেখ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে হাটিকুমরুল-নগড়বাড়ী মহাসড়কে উপজেলার শ্রীকোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ননী সেখ সলঙ্গা থানার আলোকদিয়ার গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
