মেসির গোল-অ্যাসিস্ট, এমএলএস কাপের ফাইনালে ইন্টার মায়ামি

মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্স সেমিফাইনালে সিনসিন্নাতিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। এই জয়ে প্রথমবারের মতো কনফারেন্স ফাইনাল নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।

এই ম্যাচে তিন অ্যাসিস্টে ফুটবল ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক হলেন মেসি। মেসির মোট অ্যাসিস্টের সংখ্যা ৪০৪টি, যা কিংবদন্তি ফেরেঞ্চ পুসকাসের সমান।

পুরো ম্যাচ জুড়ে আর্জেন্টাইন ফরোয়ার্ড ছিলেন দুর্দান্ত। পাশাপাশি তাদেও আলেন্দে জোড়া গোল করেন। তাতে টিকিউএল স্টেডিয়ামে তিন বছরের জয়খরা কাটাল মায়ামি। প্রথম সুযোগেই মায়ামি লিড নেয়। মাতেও সিলভেত্তির ক্রসে মেসি জালে বল জড়ান। সিনসিন্নাতি আক্রমণে ফেরার চেষ্টা করেছিল। কিন্তু সমতা ফেরাতে পারেনি।
দ্বিতীয়ার্ধে দাপট ছিল মায়ামির। ৫৭ মিনিটের পর দ্বিতীয় গোলের দেখা পায় তারা। মেসির বানিয়ে দেওয়া বলে সিলভেত্তি ব্যবধান দ্বিগুণ করেন। চোখের পলকে সিনসিন্নাতি তৃতীয় গোল হজম করে। মেসি এবারো রাখেন অবদান।
নিজের অর্ধ থেকে বল দখলে নেন মেসি। তারপর বলে তিনবার পা ছুঁয়ে আলেন্দের পায়ে দেন বল। ৭৫ মিনিটে আবার আলেন্দের গোল। তাতে বড় জয় পায় মায়ামি। মায়ামির হয়ে সাত প্লে অফ ম্যাচে সাত গোল ও ছয় অ্যাসিস্ট করেছেন মেসি। তাতে প্লে অফে ইতিহাস গড়েছেন তিনি। এমএলএস খেলোয়াড় হিসেবে প্লে অফে সর্বোচ্চ গোলে অবদান রাখলেন মেসি।