ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা এবং অনেক সংগঠন। শনিবার (২২ ফেব্রুয়ারি) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
বাণিজ্য উপদেষ্টার কর্মসূচি:
ত্রয়োদশ যাকাত ফেয়ার ২০২৫- এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বেলা ১১টায় গুলশান- তেজগাঁও লিংক রোডে আলোকি কনভেনশন সেন্টারে এ কর্মসূচি শুরু হবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার কর্মসূচি:
মহান স্বাধীনতাযুদ্ধে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর এম. এ. জি ওসমানীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। বিকেল সাড়ে ৩টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এ আলোচনা সভা শুরু হবে।
বিএনপির কর্মসূচি:
রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা সংস্কার কর্মসূচি ও জনসম্পৃক্তি বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণের ডেমরা থানায় কর্মশালা হবে। সারুলিয়া গরুর হাটে দুপুর ২টায় এ কর্মশালা শুরু হবে।