বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মানহানির ২টি মামলা বিচারিক আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার জামিনের মেয়াদ বাড়িয়েছেন হাইকোর্ট।
খালেদা জিয়ার আইনজীবীদের পৃথক ২টি আবেদনের পর সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
২০১৪ ও ২০১৫ সালে ঢাকা ও নড়াইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধ ও পৃথক অনুষ্ঠানে শহীদদের সংখ্যা সম্পর্কে খালেদা জিয়ার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিভিন্ন তারিখে তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়।
এর আগে গত বছরের ২৮ সেপ্টেম্বর খালেদা জিয়ার জামিনের মেয়াদ এক বছরের জন্য বাড়িয়েছিলেন হাইকোর্ট।
সোমবার আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী কায়সার কামাল ও এএইচএম কামরুজ্জামান মামুন।
কায়সার কামাল বলেন, ‘খালেদা জিয়া ৩৭টি ফৌজদারি মামলার আসামি এবং তিনি এখন ৩৫টি মামলায় জামিনে রয়েছেন।’
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালত ও হাইকোর্ট খালেদা জিয়াকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন।
সরকারের একটি নির্বাহী আদেশে তার কারাদণ্ড স্থগিত করার পর ২০২০ সালের ২৫ মার্চ থেকে তিনি জামিনে আছেন।