মো.ইউসুফ আলী, নিজস্ব প্রতিবেদক, কেরাণীগঞ্জ- কেরাণীগঞ্জে তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে গ্যাস জমে স্যুয়ারেজ লাইনের ঢাকনা বিস্ফোরিত হয়েছে। এসময় বিকট শব্দে রাস্তার উপর থাকা তিনটি স্লাব উপড়ে চুর্ণ-বিচুর্ণ হয়ে যায়। প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে। তবে ঘটনাটি রাতে সংঘটিত হওয়ায় কেউ হতাহত হয়নি। ১৫ আগষ্ট রবিবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জের আগানগর ইউনিয়নের আমবাগিচা পুকুরপাড় এলাকার মো. খালেদ হোসেনের ৫ তলা ভবনের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে ঘটনা পরবর্তী সময়ে সেখানে তাৎক্ষনিক ছুটে আসেন আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড.জাকির আহম্মেদ।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের এই নেতা জানান, মহান আল্লাহর রহমতে আমবাগিচা এলাকার মানুষ এ দফায় বেচে গেছেন। নতুবা এখানে সৃষ্টি হতে পারতো আরো একটি মগবাজার দুর্ঘটনার পুন:রাবৃত্তি।
তিনি বলেন, রাত সোয়া এগারোটার দিকে মুঠোফোনে একজন জানায় যে আমবাগিচা পুকুরপাড় এলাকায় বিস্ফোরন এর ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যাই। গিয়ে দেখি রাস্তার উপর ড্রেনেজ লাইনের ঢাকনা বিচ্ছিন্ন হয়ে উড়ে গিয়ে দূরে পরে আছে। সেখানে দেখা যায় তিতাস গ্যাসের লাইনের পাইপ লিকেজ হয়ে গ্যাস বের হচ্ছে। সম্ভবত অনেকদিন ধরে গ্যাস লিকেজে হয়ে ড্রেনের মধ্যে জমা হয়ে বিস্ফোরনের সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি দেখার পর, কেরাণীগঞ্জ তিতাস গ্যাস ট্রান্স মিশন অফিসের সাথে যোগাযোগ করলে তারা মতিঝিল অফিসের টিমের নাম্বার দেন। তাদের সাথে সাথে যোগাযোগ করলে রাতেই ঘটনাস্থলে মতিঝিলের একটি টিম চলে আসে। তাদের সাথে সারা রাত উপস্থিত থেকে বেশ কয়েকটি লিকেজ চিহ্নিত করে মেরামত করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তিনি বলেন মহান আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ রহমত করেছে বলেই কেউ হতাহত হয়নি। নয়তো দিনের বেলায় এমন পরিস্থিতির সৃষ্টি হলে পথচারিসহ বহুলোকের হতাহতের ঘটনা ঘটতে পারতো।