৯০ দিনের মধ্যে করোনার উৎস তদন্তে বাইডেনের নির্দেশ

করোনাভাইরাসের উৎস আসলে ঠিক কোথায় তা তদন্ত করে দেখার জন্য যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে বাইডেন গোয়েন্দা সংস্থাগুলোকে তাদের চেষ্টা দ্বিগুণ করতে বলেছেন এবং বিষয়টি নিয়ে তার কাছে ৯০ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছেন।

বিজ্ঞানীদের মতে, করোনাভাইরাস প্রাণী থেকে মানুষের দেহে সংক্রমিত হয়েছে। ২০১৯ সালের শেষের দিকে চীনের উহান শহরর করোনা প্রথম শনাক্ত হয়েছিল। প্রায় প্রথম থেকেই করোনার উৎপত্তির জন্য চীনের একটি বাজারের কথা বলা হয়েছিল। কিন্তু তখন চীন এর তীব্র প্রতিবাদ জানিয়ে পাল্টা বলে, যুক্তরাষ্ট্রের গবেষণাগার থেকে করোনা ছড়িয়েছে।

এএফপি জানিয়েছে- এক বিবৃতিতে বাইডেন বলেছেন, এখনো পর্যন্ত মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দুটো সম্ভাব্য উৎসের কথা বলেছে। কিন্তু তারা এ বিষয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ, স্বচ্ছ এবং প্রমাণ-ভিত্তিক আন্তর্জাতিক তদন্ত করার জন্য চীন যাতে তাদের সব ধরণের পরিসংখ্যান এবং তথ্য দিয়ে সহায়তা করে সেজন্য যুক্তরাষ্ট্র তাদের সমমনা দেশগুলোর সাথে একত্রিত হয়ে চীনের উপর চাপ প্রয়োগ করবে।

Comments (0)
Add Comment