বছর দশেক আগেই বড় পর্দায় অভিষেক হয়েছিল তানিয়া বৃষ্টির। আকরাম খানের ‘ঘাসফুল’ সিনেমাটি সেসময় খুব একটা সাড়া ফেলেনি। এরপর ছোট পর্দাতেই নিজেকে থিতু করেছেন অভিনেত্রী। এরপর মুক্তি পেয়েছিল তার আরো একটি সিনেমা ‘গোয়েন্দাগিরি’।
২০১৯ সালে মুক্তি পাওয়া সেই সিনেমার পর তাকে আর বড় পর্দায় পাওয়া যায়নি। অবশেষে ৬ বছর পর আবারও ফিরছেন সিনেমায়। ইতিমধ্যে তানিয়া অংশ নিয়েছেন সিনেমাটির শুটিংয়ে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ সিনেমাটির নাম ‘ট্রাইব্যুনাল’।
নারী ও শিশু নির্যাতন ২০০১ আইনের একটি মামলা ঘিরে সিনেমাটি করছেন রায়হান খান। তিনি বলেন, এ সিনেমাটি একটি কোর্টরুম ড্রামা, যেখানে থাকছে ক্রাইম থ্রিলারও। সিনেমাটির গল্পে রয়েছে ন্যায়বিচার, নৈতিকতা এবং প্রতিটি রায়ের পেছনের রাজনীতি।
‘ট্রাইব্যুনাল’ সিনেমার একটি দৃশ্যে তানিয়া বৃষ্টি
সিনেমাটি নিয়ে তানিয়া বৃষ্টি বলেন, ‘ভালো গল্প ও চরিত্রের অপেক্ষায় ছিলাম। অবশেষে ‘ট্রাইব্যুনাল’-এর মাধ্যমে সেই অপেক্ষা শেষ হলো। ছবিটার যিনি পরিচালক রায়হান খান, উনাকে আমি আমার গুরু মানি। কারণ, তার হাত ধরেই আমার প্রথম কাজ হয়েছিল। উনি যখন আমাকে একদিন ডাকলেন এবং গল্পটা শোনালেন তখনই মনে হয়েছে কাজটি করা উচিত। বলতে পারেন, এই সিনেমাটি করার দুটি কারণ। প্রথমত গল্প এবং দ্বিতীয়ত, আমার পরিচালক। ছবিটি নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড।’
তিনি আরো বলেন, ‘ছবিটা নিয়ে এখনই বেশি কিছু বলতে পারব না। শুধু বলতে পারি, এখানে আমার চরিত্রের নাম জেসমিন। আমাকে ঘিরেই গল্প এগোয়। ইতিমধ্যে প্রথম লটের শুটিং শেষ করেছি, আবার আগামীকাল থেকে চট্টগ্রামে দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ নেব।’
জানা গেছে, গেল ৮ অক্টোবর থেকে চট্টগ্রামে শুরু হয়েছে ‘ট্রাইব্যুনাল’-এর শুটিং। চট্টগ্রামের পর কিছু অংশের শুটিং হবে রাজধানী ঢাকা ও এফডিসিতে। সব কিছু ঠিক থাকলে ছবিটি আগামী বছর ঈদে মুক্তি পেতে পারে।
উল্লেখ্য, ‘ট্রাইব্যুনাল’ সিনেমাটিতে তানিয়া বৃষ্টি ছাড়াও অভিনয় করছেন তারিক আনাম খান, আদর আজাদ, মৌসুমী হামিদ, রাকিব হোসেন ইভান, সায়রা আক্তার জাহান, মিলন ভট্টাচার্য প্রমুখ। এছাড়াও এখানে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জনপ্রিয় এক অভিনেত্রীকে। তবে সেটা এখনই প্রকাশ করতে চাইছেন না পরিচালক।